লোহাগাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ১

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৭ এপ্রিল, ২০২১ at ৪:৩৩ পূর্বাহ্ণ

লোহাগাড়া উপজেলায় ২ হাজার পিস ইয়াবাসহ মঞ্জুরুল ইসলাম (৪২) নামে এক মোটর সাইকেল আরোহীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মঞ্জুরুল রামু থানার মংলা পাড়া এলাকার মৃত মো. ইসলাম মিয়ার পুত্র।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ আজাদীকে বলেন, পাচার কাজে ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গতকাল সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে মানবতার দেয়াল
পরবর্তী নিবন্ধমোটরসাইকেল দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু