লোহাগাড়ায় রফিক আহমদ (৫০) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন তার দুই ছেলে মিজবাহ উদ্দিন মিশাল (২৩) ও মো. ফয়সাল (২৬)। গত সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কুমিরাঘোনা চাকফিরানী কালীনগর এলাকায় এ ঘটনা ঘটে। রফিক আহমদ ওই এলাকার ইউপি সদস্য ও মৃত আব্দুল মজিদের পুত্র। তিনি স্থানীয় মনুফকির হাট ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিএনপির রাজনীতির সাথে জড়িত। এছাড়া তার দুই ছেলে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, রাতে ইউপি সদস্য রফিক আহমদ ও তার ছেলে মিশাল মনুফকির হাট বাজার থেকে বাইকযোগে বাড়ি ফিরছিলেন। তারা ঘটনাস্থল ইউপি সদস্যের বাড়িঘাটা এলাকায় পৌঁছলে উৎপেতে থাকা একদল দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় বাইকের পেছনে থাকা মিশাল গুলিবিদ্ধ হন। এক পর্যায়ে তারা বাইক থেকে পড়ে গেলে দুর্বৃত্তরা ইউপি সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে বেপরোয়াভাবে কোপাতে থাকে। তাদের চিৎকারে বাড়ি থেকে বের হলে আরেক ছেলে ফয়সালকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুর্বৃত্তরা। এতে তিনিও গুলিবিদ্ধ হন। অন্য সদস্যরা এগিয়ে এসে আহতদেরকে বাড়ির ভেতর ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে আইনশৃক্সখলা বাহিনীর সদস্যের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। এরপর আইনশৃক্সখলা বাহিনীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদ হাসান জানান, ধারালো অস্ত্রের আঘাতে জখম ও গুলিবিদ্ধ অবস্থায় ৩ জনকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। এরমধ্যে একজনকে শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে জখম করা হয়েছে। অন্য দুইজন ছিলেন গুলিবিদ্ধ। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করা হয়। এ ঘটনায় তদন্ত চলছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।