লোহাগাড়ার তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৬৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এরমধ্যে চেয়ারম্যান প্রার্থী ১৫ জন, সংরক্ষিত মহিলা প্রার্থী ৩১ জন এবং সাধারণ সদস্য প্রার্থী ১১৯ জন। গতকাল রোববার প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন রোমান খান এ তথ্য জানিয়েছেন। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আমিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে এস এম ইউনুচ (নৌকা), মোস্তাফিজুর রহমান চৌধুরী (মোটর সাইকেল), মাহমুদুল হক পিয়ারু (টেবিল ফ্যান), মোহাম্মদ ইলিয়াছ (লাঙ্গল), আবদুল মালেক (আনারস) ও মো. নুরুল আবচার (হাত পাখা) প্রতীক পেয়েছেন।লোহাগাড়া সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে মোহাম্মদ খোরশেদ আলম সিকদার (ধানের শীষ), মোহাম্মদ নুরুছফা (নৌকা), মোহাম্মদ শাহাব উদ্দিন (আনারস) ও আনোয়ার হোসেন (লাঙ্গল) প্রতীক বরাদ্দ পেয়েছেন। আধুনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে মুহাম্মদ নুরুল কবির (নৌকা), মো. আবু নাসের চৌধুরী (ধানের শীষ), মুহাম্মদ আইয়ুব মিয়া (টেবিল ফ্যান), মুহাম্মদ নাজিম উদ্দিন (আনারস) ও মাহামুদুল হক (অটোরিক্সা) প্রতীক বরাদ্দ পেয়েছেন।