লোহাগাড়ায় আ. লীগের কমিটিতে বিস্ফোরক মামলার আসামি

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ৮ এপ্রিল, ২০২৩ at ৫:৪১ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় কলাউজান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কমিটিতে বিস্ফোরক মামলার এক আসামিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ নিয়ে দলের মধ্যে নানামুখী আলোচনা হচ্ছে। গত ৪ এপ্রিল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী ইছহাক মিঞা ও সাধারণ সম্পাদক শমশুল ইসলাম এই কমিটির অনুমোদন দেন। এছাড়া একইদিন ইউনিয়নের আরো ৮ ওয়ার্ড কমিটির অনুমোদন দেয়া হয়। আগামী ১৫ দিনের মধ্যে প্রতিটি ওয়ার্ডে সভাপতি ও সাধারণ সম্পাদককে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশও দেয়া হয়েছে।

জানা যায়, ২০১৩ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের একটি মামলায় নুরুল কবির এজাহারভুক্ত আসামি। ২০১৪ সালে ওই মামলায় তিনি কারাভোগও করেছেন। কারামুক্ত হয়ে তিনি বিদেশ চলে যান। পরবর্তীতে দেশে ফিরে আওয়ামী লীগের কমিটির পদ পাওয়ার জন্য বিভিন্নভাবে তদবির করে আসছেন।

এছাড়া উক্ত মামলায় জামায়াতের দুই সাবেক সংসদ সদস্যকেও আসামি করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী ইছহাক মিঞা জানান, একটি মহল শত্রুতা বশত নুরুল কবিরকে বিস্ফোরক মামলায় আসামি করেছে। তদন্ত করে এই ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া যায়নি। সার্বিক বিবেচনা করে নুরুল কবিরকে ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক করা হয়েছে। এরপরও কোনো সমস্যা দেখা দিলে উপজেলা আওয়ামী লীগের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী জানান, নুরুল কবির জামায়াতের বিস্ফোরক মামলার আসামির বিষয়টি অবগত আছি। তার জন্য ৩ নম্বর ওয়ার্ডের কমিটি স্থগিত রাখার নির্দেশও দেয়া হয়েছিল। তারপরও কেন ওই ওয়ার্ডের কমিটি দেয়া হয়েছে পরবর্তী সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে শোকজ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধতিন দিন পর মারা গেল মা হারা মেয়েটি
পরবর্তী নিবন্ধকাপ্তাই হ্রদে অপরূপ ‘হাউস বোট’