লোহাগাড়ায় অবৈধভাবে মাটি কাটায় লাখ টাকা জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ৫ মে, ২০২৩ at ৭:৩৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ার পুটিবিলায় অবৈধভাবে মাটি কাটায় মতিউর রহমান (৭৩) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তিনি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আদর্শ পাড়ার মৃত বদন মিয়ার পুত্র। গতকাল বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান বিষয়টি জানিয়েছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বুধবার সন্ধ্যায় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আদর্শপাড়া এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করায় অভিযুক্ত মতিউর রহমানকে জরিমানা করা হয়েছে। অভিযোগ ছিল দীর্ঘদিন যাবত পুকুরের মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন জায়গায় বিক্রি ও গ্রামীন সড়কে জনদুর্ভোগ সৃষ্টি করে আসছে। জনস্বার্থে ও জনকল্যাণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনাকালে স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী ও গ্রাম পুলিশ সার্বিক সহযোগিতা করেন।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষা বিস্তারে আব্দুল মাবুদ সওদাগরের অবদান অনস্বীকার্য : ড. ইফতেখার
পরবর্তী নিবন্ধনতুন প্রজন্মকে বৌদ্ধ দর্শন চর্চা ও গবেষণায় উৎসাহিত করতে হবে