লোহাগাড়ায় অবৈধ বালুসহ ২টি ডাম্প ট্রাক জব্দ

আজাদী প্রতিবেদন | শনিবার , ১০ জুলাই, ২০২১ at ৭:৪৫ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় অবৈধভাবে উত্তোলিত বিপুল পরিমাণ বালু ও ২টি ডাম্প ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার উপজেলার পুটিবিলা ও চুনতি ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম চৌধুরী।
তিনি জানান, কিছু দুঃস্কৃতকারী দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ডলু ও চরখাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮টি স্পট থেকে বিপুল পরিমাণ বালু জব্দ করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে বালু পরিবহণে ব্যবহৃত ২টি ডাম্প ট্রাক। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। জব্দকৃত বালু সার্ভেয়ার দ্বারা পরিমাপ করে উন্মুক্ত নিলামে বিক্রি করা হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রট জানান, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে খালে গভীর খাদ সৃষ্টি হচ্ছে। খালে ভেঙ্গে পড়ছে আশপাশের জমি ও টিলা। ফলে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে। ক্ষতিসাধন হচ্ছে সরকারি সম্পত্তি। এসব বালু খেকোদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধধলইতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
পরবর্তী নিবন্ধনওফেলের পক্ষে দুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ