লোহাগাড়া ও চন্দনাইশ গুঁড়িয়ে দেয়া হলো ৬ ইটভাটা

আজাদী ডেস্ক | বুধবার , ১০ মার্চ, ২০২১ at ৫:৫৬ পূর্বাহ্ণ

লোহাগাড়া ও চন্দনাইশে পৃথক অভিযানে ৬টি ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর ও চট্টগ্রাম জেলা প্রশাসনের যৌথ টিমের সদস্যরা এসব ইটভাটা গুঁড়িয়ে দেন। এ সময় ধ্বংস করা হয়েছে ভাটায় তৈরিকৃত কাঁচা ইট। লোহাগাড়ায় গুঁড়িয়ে দেয়া ইটভাটাগুলো হলো, পদুয়া ইউনিয়নের আলী সিকদার পাড়ায় নুরুল ইসলাম সিকদারের মালিকানাধীন মজিদিয়া রশিদিয়া ব্রিকস ম্যানুফ্যাকচারিং (এমআরবি), নাওঘাটা এলাকার বেলাল উদ্দিনের মালিকানাধীন মেসার্স শাহ জব্বারিয়া ব্রিকস ম্যানুফ্যাকচারিং (জেবিএম), একই এলাকায় লিয়াকত আলীর মালিকানাধীন মেসার্স পদুয়া ব্রিকস (পিবিএম) ও তেওয়ারিখীল এলাকায় মো. বাদশার মালিকানাধীন মেসার্স এ এইচ ব্রিকস (এএইচবি)। এসব ইটভাটার পরবর্তী কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশ দেয়া হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ পরিবেশ
অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুন্নবী নূরী। সাথে ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক মুফিদুল আলম, চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী ও পরিদর্শক নূর হাসান সজীবসহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিসের সদস্য, র‌্যাব, পুলিশসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুন্নবী নূরী জানান, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামে অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান চলছে। এরই অংশ হিসেবে লোহাগাড়ায় অভিযান চালিয়ে ৪টি ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে। উচ্ছেদকৃত ইটভাটাগুলোতে জেলা প্রশাসকের কার্যালয় প্রদত্ত লাইসেন্স, পরিবেশগত ছাড়পত্র, বনবিভাগের ছাড়পত্র ও বিএসটিআই’র মানপত্র নেই। সম্পূর্ণ অবৈধভাবে এসব ইটভাটা কার্যক্রম পরিচালনা করছিল। ধারাবাহিকভাবে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় অভিযান চলমান থাকবে।
আমাদের চন্দনাইশ প্রতিনিধি জানান, চন্দনাইশে দুইটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের দক্ষিণ কাঞ্চননগর এলাকায় এ অভিযান চালানো হয়।
জানা যায়, চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসান এবং পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক নাজনীন সুলতানা নিপার নেতৃত্বে যৌথ অভিযান গতকাল মঙ্গলবার ১০টা থেকে শুরু হয়। দুপুর ১টা পর্যন্ত চলা অভিযানে দক্ষিণ কাঞ্চননগর এলাকায় মেসার্স আয়াজ ব্রিকস ম্যানুফ্যাকচারিং ও মেসার্স খাজা ব্রিকস ম্যানুফ্যাকচারিং নামে ইটভাটা ২টি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানে ইটভাটা দুটির চিমনি গুঁড়িয়ে দেয়ার পাশাপাশি পোড়ানোর জন্য প্রস্তুতকৃত কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। অভিযানে র‌্যাব-৭, চন্দনাইশ থানা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের কর্মীরা সহযোগিতা করেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসান সাংবাদিকদের জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী পরিবেশ ধ্বংসকারী অবৈধ ইটভাটাগুলো ধ্বংস করা হচ্ছে। তিনি বলেন, পর্যাক্রমে চট্টগ্রাম জেলায় লাইসেন্সবিহীন অবৈধ সকল ইটভাটা ধ্বংস করা হবে।

পূর্ববর্তী নিবন্ধস্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েলের পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ৮৮ হাজার মানুষের দীর্ঘশ্বাস