চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন বলেছেন, বাংলার বিপ্লবী ছাত্র–জনতার আন্দোলন ও রক্তস্নাত স্বাধীন বাংলাদেশে সংখ্যালঘু বলে কিছুই নেই, সবাই স্বাধীন বাংলাদেশের নাগরিক। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই এই দেশেরই নাগরিক আমরা। হিন্দু, বৌদ্ধ সমপ্রদায়সহ ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জানুমালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। গতকাল রবিবার লোহাগাড়ার আধুনগর ইউনিয়নের মছদিয়া জ্ঞান বিকাশ বৌদ্ধ বিহার এবং পাল পাড়া কালী মন্দিরে বৌদ্ধ ও হিন্দু সমপ্রদায়ের মানুষদের সাথে মতবিনিময় ও পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের ১নং সহ–সভাপতি আবু সেলিম চৌধুরী, আধুনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক মাওলানা মুজিবুর রহমান, বড়হাতিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মামুনুর রশীদ চৌধুরী, পদুয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক রফিকুল আলম কোম্পানি, লোহাগাড়া উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ শাব্বির আহমদ, উপজেলা বিএনপির সদস্য আবুল হাসেম, আধুনগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ নাছির, দক্ষিণ জেলা যুবদলের সহ–সাংগঠনিক সম্পাদক মাস্টার আরাফাত, উপজেলা যুবদল নেতা তাজউদ্দীন, মোর্শেদুল আলম, রবিউল হোসেন, নাছির উদ্দীন, হেলাল উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।