লোহাগাড়ায় ৩ দোকানিকে জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৮ মার্চ, ২০২৫ at ৪:৫৫ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় ৩ দোকানিকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার উপজেলা সদর বটতলী স্টেশনস্থ কাঁচা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।

জানা যায়, অভিযানে মুরাদ স্টোরকে ২ হাজার টাকা, কবির স্টোরকে ১ হাজার টাকা ও মক্কা স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ না করায় ৩ দোকানিকে জরিমানা করা হয়েছে। এ সময় ব্যবসায়ীদের বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধবিজ্ঞানী জামাল নজরুলের আদর্শ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান
পরবর্তী নিবন্ধকাল গ্যালেরিয়ায় শুরু হচ্ছে ক্রিয়েটিভ হাউজের চট্টগ্রাম রামাদান মজলিশ