চট্টগ্রামের লোহাগাড়ায় চুরি হয়ে যাওয়া আনুমানিক ২৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৬৪ হাজার টাকা ও দুটি স্মার্ট ফোনসহ তৌহিদুল ইসলাম (২৫) নামের এক পেশাদার চোরকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।
আটককৃত তৌহিদুল ইসলাম সাতকানিয়া উপজেলার ছোট ঢেমশা করাইয়ানগর এলাকার মো: হারুন অর রশিদের পুত্র।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ ডিসেম্বর) রাতে লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মআব্দুল মোমিন ও উপ-পরিদর্শক (এসআই) মু: শরিফুল ইসলাম (পিপিএম) সঙ্গীয় ফোর্সসহ সাতকানিয়া উপজেলার করাইয়ানগর এলাকায় ধৃত আসামির দেয়া তথ্যমতে ভাড়া বাসা হতে অভিযান চালিয়ে চোরাই স্বর্ণালংকার, নগদ টাকা ও দুটি স্মার্ট ফোন উদ্ধার করে।
জানা যায়, গত ২৮শে নভেম্বর লোহাগাড়া শহরের এশিয়া টেইলার্স নামে একটি দোকান চুরির ঘটনা ঘটে এবং সেখানে রক্ষিত স্বর্ণালংকার ও টাকা চুরি হয়। পরবর্তীতে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে ঘটনার তদন্তে মাঠে নামে লোহাগাড়া থানা পুলিশ এরই ধারাবাহিকতায় একমাস পর চুরি হওয়া মালামাল সহ চোরকে আটক করা হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান দৈনিক আজাদীকে বলেন, দোকানে চুরি হয়েছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে মাঠে নামে লোহাগাড়া থানা পুলিশ, এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে দোকান চুরিতে জড়িত ব্যাক্তিটিকে আটক করতে সক্ষম হয়, তার স্বীকারোক্তি অনুয়ায়ী এবং তার দেওয়া তথ্যমতে চোরাই স্বর্ণালংকার উদ্ধার করা সম্ভব হয়েছে। এবিষয়ে মামলা দায়ের করার পর বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।