লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের বহরের প্রাইভেটকারে ট্রাকের ধাক্কার ঘটনায় মামলা রুজু করা হয়েছে। গত বুধবার দিনগত রাত ১২টার দিকে নগরীর পাঁচলাইশ থানার সুগন্ধ্যা আবাসিক এলাকার শাহনেওয়াজ চৌধুরীর আহমেদ নেওয়াজ বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
মামলায় দুই জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। তারা হলেন, ময়মনসিংহের ত্রিশাল থানার বৈলর ইউনিয়নের মঠবাড়ি এলাকার হামেদ আলীর পুত্র চালক মো. মজিবর রহমান (৫২) ও তার ছেলে চালক সহকারী মোহাম্মদ রিফাত (১৮)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার বেলা সাড়ে ৩টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও চট্টগ্রামের সাবেক সমন্বয়ক খাঁন তালাত মাহমুদ রাফিসহ একাধিক নেতাকর্মী গাড়ি বহর নিয়ে উপজেলার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা এলাকায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জেয়ারত করতে যান। সেখান থেকে ফেরার পথে চুনতি হাজি রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম–কঙবাজার মহাসড়কে উঠার সময় চালক মজিবর রহমান ট্রাকটি দ্রুত ও বেপরোয়া গতিতে চালিয়ে প্রাইভেট কারের সম্মুখভাগে স্বজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাকে ধাওয়া করে ঘটনাস্থলের অদূরে একটি ফিলিং স্টেশনে সামনে ট্রাকটি থামাতে সক্ষম হন। পরবর্তীতে পুলিশ ট্রাক ও ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার জব্দ করে থানায় নিয়ে যান। আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও চট্টগ্রামের সাবেক সমন্বয়ক খাঁন তালাত মাহমুদ রাফির জানমাল ও জীবনের ক্ষতিসাধন করার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু তারা অন্য গাড়িতে থাকায় ক্ষতির সম্ভাবনা থেকে বেঁচে যান।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, জিজ্ঞাসাবাদ শেষে ট্রাকসহ চালক ও সহকারীর বিরুদ্ধে সড়ক পরিবহণ আইনে মামলা রুজু করা হয়। বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।