লোহাগাড়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৫৭ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে সোনা জান (৬৩) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মন্দুলার চরের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা একই এলাকার আকবর আহমদ প্রকাশ আবু মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, নিহত বৃদ্ধার মানসিক সমস্যা রয়েছে। ঘটনার দিন তিনি মন্দুলার চর পাহাড়ি এলাকায় জ্বালানির জন্য গাছের ডালাপালা খুঁজতে যান। ফেরার পথে একটি বন্যহাতি ধানক্ষেতে বিচরণ করতে দেখেন। এ সময় হাতিটি তাড়াতে গিয়ে আক্রমণের শিকার হন ওই নারী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য জানে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্বাস আলী জানান, বন্যহাতির আক্রমণে বৃদ্ধা নিহতের ঘটনা তাদেরকে কেউ অবগত করেননি। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতাল পরিদর্শনে গোলাম আকবর খোন্দকার
পরবর্তী নিবন্ধনির্বাচনের আগে গণহত্যায় দায়ীদের বিচার নিশ্চিত করতে হবে