লোহাগাড়ায় স্কুলছাত্র হত্যা, ৬ জনকে আসামি করে মামলা

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:৩৩ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় ছুরিকাঘাতে মুমিনুল ইসলাম মুমিন (১৭) নামে এক স্কুলছাত্র নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৬ জনকে এজাহারভুক্ত ও ৫৭ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নিহতের মা খোরশিদা বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। তিনি উপজেলার পুটিবিলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ পুটিবিলা নালারকুল এলাকার মৃত মোজাম্মেল হকের স্ত্রী।

আসামিরা হলউপজেলার পুটিবিলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মধ্য তাঁতীপাড়ার হেলাল উদ্দিন প্রকাশ রিয়াদ (২২), শাকিব (১৮), শাকিল (২৫), নাইমুদ্দিন (১৯), শওকত (২৫) ও একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জিএম সিকদার পাড়ার হারুন (২১)

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে পুটিবিলা ইউনিয়নের মধ্য তাঁতীপাড়াস্থ জামে মসজিদের মাহফিলে ভাসমান দোকানের ছবি ধারণ নিজ মোবাইলে করেন মুমিন। এই সময় আসামি হেলাল উদ্দিন প্রকাশ রিয়াদ ও শাকিব উস্কানিমূলক কথাবার্তা বলে। পরবর্তীতে আসামিরা মুমিন ও তার বন্ধু মুকিতকে মারধর করে। সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় নুরুল আলম নামে এক ব্যক্তি উভয়পক্ষকে নিয়ে বিষয়টি মিমাংসা করে দেন। রাত ৮টার দিকে মুমিনকে ঘটনাস্থলে একা পেয়ে আসামি হেলাল উদ্দিন প্রকাশ রিয়াদ হত্যার উদ্দেশ্যে বুকে ছুরিকাঘাত করে। পরে অন্য আসামিরা তার মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত মারধর করতে থাকে। এই সময় মুমিনকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে আসামিরা বন্ধু মুকিতকেও হত্যার উদ্দেশ্যে এলোপাথারি ছুরিকাঘাত করে। আশপাশের লোকজনের শোরচিৎকারে মাহফিলের লোকজন এগিয়ে আসলে আসামিরা দ্রুত পালিয়ে যায়।

এদিকে, বৃহস্পতিবার দুপুরে পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী মুমিনুল ইসলাম মুমিনের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিদ্যালয়ের শিক্ষকশিক্ষিকা, কর্মচারী এবং ছাত্রছাত্রীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, স্কুলছাত্র নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে সম্ভাব্য স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধওয়াশিংটনে রবার্ট ডেস্ট্রোর সঙ্গে সাক্ষাতে ফখরুল
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম না বরিশাল শিরোপা কার ঘরে