লোহাগাড়ায় মাইক্রোর সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ১৯ জুন, ২০২৪ at ১০:২৭ পূর্বাহ্ণ

লোহাগাড়ার আমিরাবাদে মাইক্রোবাসের সাথে সংঘর্ষে মো. জুবাইর (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ জুন) দিনগত রাত ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের তজু মুন্সির গ্যারেজ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত জুবাইর সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের গারাঙ্গিয়া হাতিয়ার কুল এলাকার আবদুল কাইয়ুমের পুত্র। এই ঘটনায় মোটরসাইকেলে থাকা মো. মাসুক (২২) নামে আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। তিনি একই এলাকার ফরিদুল আলমের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থল চট্টগ্রামমুখি মাইক্রোবাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই সময় বিপরীতমুখি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের পেছনে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল থাকা দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা সদরের এক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জুবাইরকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত মাসুককে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে। নিহত জুবাইর একজন মোটরসাইকেল মেকানিক। পদুয়া তেওয়ারিহাট বাজারে তার মোটরসাইকেলের গ্যারেজ আছে। কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এই দূর্ঘটনা ঘটেছে। দূর্ঘটনায় মাইক্রোবাসের কয়েকজন যাত্রী সামান্য আহত হহয়েছেন বলে জানা গেছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

দোহাজারী হাইওয়ে থানার এসআই আবদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দূর্ঘটনা কবলিত মাইক্রোবাস ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার সমুদ্র সৈকতে বাস নিয়ে ঘুরতে এসে ৮০ রোহিঙ্গা ধরা
পরবর্তী নিবন্ধউখিয়ায় মাটি চাপায় শিশুর মৃত্যু