লোহাগাড়ায় বেপরোয়া গতির বাসচাপায় পরিচ্ছন্নকর্মীর মৃত্যু

| শুক্রবার , ৬ অক্টোবর, ২০২৩ at ২:১৪ অপরাহ্ণ

সড়কে পরিচ্ছন্নতার কাজ করার সময় লোহাগাড়ায় বেপরোয়া গতির দূরপাল্লার বাসচাপায় এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে।

নিহত পরিচ্ছন্নতাকর্মীর নাম বাদশা মিয়া। তিনি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের ছনখোলার ঝুম এলাকার মৃত মোজাহের আহমদের পুত্র।

৫ কন্যা সন্তানের জনক বাদশা মিয়া লোহাগাড়া উপজেলা শহর উন্নয়ন কমিটির নিয়োগকৃত পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

আজ শুক্রবার ফজরের নামাজের পর ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে উপজেলার বটতলী স্টেশনের পোস্ট অফিস সংলগ্ন মহাসড়কের পাশে পরিচ্ছন্নতার কাজ করার সময় কক্সবাজার অভিমুখী বেপরোয়া গতির দূরপাল্লার বাসচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উপজেলা শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মিজানুর রহমান মিজান আজাদীকে জানান, ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে উপজেলার বটতলী স্টেশনে প্রতিদিনের মত পরিচ্ছন্নতার কাজ করার সময় কক্সবাজার অভিমুখী বেপরোয়া গতির একটি দূরপাল্লার বাস তাঁকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

তাৎক্ষণিকভাবে তাঁকে প্রথমে সাউন্ড হেলথ হাসপাতালে এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মিজানুর রহমান মিজান আরও বলেন, নিহত বাদশা মিয়া অনেক বেশী দরিদ্র ও ৫ কন্যা সন্তানের জনক। তিনি দীর্ঘ দুই বছর যাবৎ উপজেলা শহর উন্নয়ন কমিটির নিয়োগকৃত পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলে।

পরিবারটির একমাত্র উপার্জনকারী ব্যাক্তি ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে গেছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটি সনাক্ত করার চেষ্টা করছি। আমি সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি যেন পরিবারটিকে আর্থিকভাবে সহযোগিতা করা হয় এবং ঘাতক গাড়ি ও চালককে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হয়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান জানান, কক্সবাজার অভিমুখী একটি দূরপাল্লার বাস চাপায় পরিচ্ছন্নতাকর্মী বাদশা মিয়ার মৃত্যু হয়েছে। ঘাতক গাড়িটি পালিয়ে গেছে। নিহতের স্বজনরা মামলা করতে রাজি না হওয়ায় লাশ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজন্ম-মৃত্যু নিবন্ধনে সঠিকতা নিশ্চিত করতে হবে : মেয়র রেজাউল
পরবর্তী নিবন্ধচবি শিক্ষকের ইমো আইডি হ্যাক করে টাকা দাবি