লোহাগাড়ায় বিষপানে আকতার জাহান (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের মনির বাপের ভিটায় এ ঘটনা ঘটে। আকতার জাহান ওই এলাকার সোলেমান রুবেলের স্ত্রী ও ২ সন্তানের জননী। ঘটনার পর স্ত্রীর লাশ হাসপাতালে রেখে পালিয়ে গেছে স্বামী। স্থানীয়রা জানান, তারা স্বামী–স্ত্রীর মধ্যে দীর্ঘদিন যাবত মনোমালিন্য চলে আসছিল। ঘটনারদিন আকতার জাহান বসতঘরে সকলের অগোচরে বিষপান করেন। বিষয়টি জানতে পেরে স্বামীসহ স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে কর্তব্যরত চিকিৎসক ডা. কাউসার সোলতানা জানান, বিকেল পৌনে ৩টার দিকে বিষপান করা এক নারীকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তাকে চিকিৎসাসেবা দেয়ার কিছুক্ষণ পর মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।