লোহাগাড়ায় বিপন্ন প্রজাতির মেছো বিড়াল উদ্ধার

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ২৯ জানুয়ারি, ২০২৪ at ৯:২৬ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় লোকালয় থেকে বিপন্ন প্রজাতির একটি মেছো বিড়াল উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সদর ইউনিয়নের রশিদের পাড়া থেকে এটিকে উদ্ধার করা হয়। জানা যায়, লোকালয়ে বিপন্ন প্রজাতির একটি মেছো বিড়াল ঘুরতে দেখে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জে খবর দেয় স্থানীয়রা। সেখান থেকে লোকজন এসে অক্ষত অবস্থায় মেছো বিড়ালটি উদ্ধার করে নিয়ে যান। মেছো বিড়ালকে ২০০৮ সালে বিপন্ন প্রজাতির প্রাণীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন)। বন্যপ্রাণী আইন ২০১২ অনুযায়ীও এই প্রজাতিটি সংরক্ষিত।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, এলাকার ঝোঁপঝাড়ে বন্যপ্রাণী শিয়াল, মেছো বাঘ, বন বিড়ালসহ বিভিন্ন প্রজাতির প্রাণী বসবাস করে। তারা বিভিন্ন সময় খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে। উদ্ধারকৃত মেছো বিড়ালটি সম্পূর্ণ সুস্থ আছে। নিবিড় পর্যবেক্ষণ শেষে গতকাল বিকেলে সেটা অভয়ারণ্য এলাকায় অবমুক্ত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফোরাম সিক্সটি’স চিটাগাং কলেজের বার্ষিক মিলন মেলা
পরবর্তী নিবন্ধপ্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রসেনা মহানগর দক্ষিণের ছাত্রসমাবেশ