লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ এপ্রিল, ২০২৫ at ১০:৩১ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ রাকিব (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের দক্ষিণ পানত্রিশা ব্রাহ্মণ পাড়ায় ঘটনা ঘটে। রাকিব পার্বত্য বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের পুলং পাড়ার আবদুর রহমানের পুত্র। স্থানীয় ইউপি সদস্য জানে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘটনারদিন জনৈক লোকমানের নির্মাণাধীন ভবনের প্রথম তলার ছাদে কাজ করছিলেন নির্মাণ শ্রমিকরা। এসময় নিচ থেকে লোহার রড উপরে তোলার সময় অসাবধানতা বশত: বিদ্যুৎ সঞ্চালন লাইনে লেগে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে নির্মাণ শ্রমিক রাকিবের মৃত্যু হয়। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশ সমিতি চট্টগ্রামের চক্ষু শিবির সম্পন্ন
পরবর্তী নিবন্ধদস্তগীর চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী আজ