লোহাগাড়ায় বাসের ধাক্কায় ছিটকে পড়ল মালবাহী পিকআপ

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ২৭ ডিসেম্বর, ২০২৪ at ৭:২৭ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় বাসের ধাক্কায় ছিটকে পড়েছে মালবাহী একটি পিকআপ। গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে আধুনগর ইউনিয়ন পরিষদ কার্যালয় সন্নিহিত এক কমিউনিটি সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখী যাত্রীবাহী বাস একইমুখি মালবাহী পিকআপের পাশে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি সড়ক থেকে ছিটকে পড়ে। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার পর পরই বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।এদিকে দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ আসার আগেই মালিকপক্ষ পিকআপটি উদ্ধার করে নিয়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধশ্রমজীবী মানুষদের বাদ দিয়ে দেশের পরিবর্তন সম্ভব না
পরবর্তী নিবন্ধমসজিদ-এ-গাউছুল আজম মাইজভাণ্ডারী নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন