লোহাগাড়ায় বাসের ধা*ক্কায় নিভে গেল কলেজ ছাত্রের জীবন প্রদীপ

| শনিবার , ২১ অক্টোবর, ২০২৩ at ১২:১০ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় বেপরোয়া গতির দূরপাল্লার বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের অপর বন্ধু গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্রের নাম জুনাইদুর রহমান রনি (২০)। সে উপজেলার চুনতি ইউনিয়নের রহমানিয়া পাড়ার মৃত ছালেহ আহমদের পুত্র ও চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র বলে জানা গেছে।

এ ঘটনায় গুরুতর আহত সাকিব (২১) একই এলাকার মৃত আবুল কাশেমের পুত্র।

চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু দৈনিক আজাদীকে জানান, রনি ও তার বন্ধু সাকিব বিকেলে বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর চেয়ারম্যান লেকে ঘুরতে যায়। সন্ধ্যায় মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে চুনতির জাঙ্গালিয়া এলাকায় একটি বাসের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই রনির মৃত্যু হয়।

অপর বন্ধু সাকিবকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইশতিয়াক রহমান জানান, সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত কাউকেই স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়নি।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ এরফান দৈনিক আজাদীকে জানান, কক্সবাজারমুখি অভি পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র জুনাইদুর রহমান রনির মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দেওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ার কাছে পাকিস্তানের ৬২ রানের হার
পরবর্তী নিবন্ধক্যালসিয়াম ঘোষণায় গুঁড়োদুধ ডেক্সট্রোজ, কফি আমদানি