লোহাগাড়ায় সুফল প্রকল্পের আওতায় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের আওতাধীন বননির্ভরশীল শতাধিক হতদরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন ও বন থেকে সরে এসে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চুনতি সহ ব্যবস্থাপনা কার্যালয়ে প্রশিক্ষণ শেষে সনদপত্র, কৃষি উপকরণ ও হাঁস–মুরগি পালনের উপকরণ প্রদান করা হয়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণে সবজি চাষে ৫০ জন ও হাঁস–মুরগি পালনে ৫০ জন ভিসিএফ সদস্যকে ৩ দিন করে ৪টি গ্রুপে প্রশিক্ষণ প্রদান করা হয়। পরে প্রত্যেককে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি হিসেবে সনদ ও উপকরণ বিতরণ করেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা নুর জাহান। উপস্থিত ছিলেন চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন ও চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা আরিফুল ইসলাম।