লোহাগাড়ায় প্রবাসীর জায়গা ভাংচুরের অভিযোগ

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২০ জুন, ২০২৪ at ৬:২৭ অপরাহ্ণ

লোহাগাড়ায় এক প্রবাসীর জায়গা জোরপূর্বক দখল চেষ্টা ও সীমানা প্রাচীরসহ গেট ভাংচুরের অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদর বটতলী স্টেশনের এক রেস্টুরেন্টের হল রুমে এরই প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী আনছার খানম বলেন, ২০০৯ সালে উপজেলা সদরের পুরাতন থানা রোডস্থ নজমুন্নিছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম-দক্ষিণ পাশে ৭ শতক জায়গা ক্রয় করেন তার স্বামী নুরুল কাদের। গত ১২ জুন রাতের আঁধারে তিনি ও তার স্বামীর অনুপস্থিতিতে স্থানীয় এক দুর্বৃত্ত উক্ত জায়গার সীমানা প্রাচীরের গেটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ পূর্বক গাছপালা কর্তনসহ মাটি ভরাটের কাজ করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে আসলে আমাদেরকে খরিদা জায়গায় প্রবেশে বাঁধা প্রদান করেন এবং জানে মেরে ফেলার হুমকি দেন। এই ঘটনায় গত ১৪ জুন ৬ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৭ জুন ঈদুল আজহার রাতে দুর্বৃত্তরা দলবল নিয়ে উক্ত জায়গার সীমানা প্রাচীর ভাংচুর ও গেইট ভেঙ্গে নিয়ে যায়। এতে ভূক্তভোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেছেন।

এই ব্যাপারে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ কামনা করেছেন ভূক্তভোগী প্রবাসীর পরিবার।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ির সেলফি রোডে রাবার গাছে বাইকের ধাক্কা, কিশোর নিহত
পরবর্তী নিবন্ধকর্ণফুলী থেকে গ্রেফতার জঙ্গিরা দুই দিনের রিমান্ডে