লোহাগাড়ার আমিরাবাদে পুকুরে ডুবে মো. আরহাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পশ্চিম হাজারবিঘা এলাকার পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিশু আরহাম একই এলাকার আবদুল আজিজের পুত্র। শিশুর নিকটাত্মীয় এস এম জহির টিপু জানান, দুপুর থেকে আরহামকে পাওয়া যাচ্ছিল না। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। এক পর্যায়ে বসতঘর সন্নিহিত পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা শেষে আরহামকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য জিয়াউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একইদিন রাতে নামাজে জানাজা শেষে শিশুটিকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। শিশু আরহামের মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।