লোহাগাড়ায় পণ্যের মূল্য তালিকা না থাকায় তিন দোকানিকে জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:২১ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় পণ্যের মূল্য তালিকা ও ক্রয়কৃত পণ্যের রশিদ না থাকায় তিন দোকানিকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে উপজেলা সদর বটতলী স্টেশনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান।

জানা যায়, অভিযানে মদিনা স্টোরের তানজিমকে ২০ হাজার টাকা, ফরিদ স্টোরের ফরিদকে ১০ হাজার ও জাফর স্টোরের আবু হানিফকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকা ও ক্রয়কৃত পণ্যের রশিদ না থাকায় ৩ দোকানিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ তিন ইটভাটা
পরবর্তী নিবন্ধপ্রবর্তক মোড়ে জেনিথ হেলথ কেয়ারের যাত্রা শুরু