লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ১৮ অক্টোবর, ২০২৪ at ৭:৫৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০ ফুট গভীর খাদে পড়ে গেছে মাইক্রোবাস। গতকাল বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এই ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসে থাকা চালক ও যাত্রীরা আহত হয়েছেন। চালক মোহাম্মদ রুবেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে প্রায় ৫০ ফুট গভীর খাদে পানিতে পড়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা চালক ও যাত্রীরা আহত হয়েছেন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা সদরের বেসরকারি হাসপাতালে প্রেরণ করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় চালক রুবেলকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার এসআই রাকিব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধরমনা আবাসিক এলাকায় বিপুল অবৈধ ব্যান্ডরোল উদ্ধার
পরবর্তী নিবন্ধশিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৬০ বছরের বৃদ্ধ