লোহাগাড়ায় ট্রাক-সিএনজির সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু

আজাদী অনলাইন | সোমবার , ৪ ডিসেম্বর, ২০২৩ at ১১:১৬ অপরাহ্ণ

লোহাগাড়ায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক সিএনজি আরোহীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন সিএনজি অটোরিকশা চালকসহ আরও ৫ জন।

সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সাতটায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা ব্রীজ এলাকায় চট্টগ্রাম অভিমুখী ট্রাকের সাথে লোহাগাড়া অভিমুখী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজি অটোরিকশা চালক সহ ৬ জন আহত হয়।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলার মা-মনি হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দূর্ঘটনায় নিহতের নাম আবদুল মান্নান (৩৮) চরম্বা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড, উত্তর চরম্বা দেওয়ান আলী সিকদার পাড়ার লাইলার বর বাড়ির বশির আহমদের পুত্র।

নিহতের বড় ভাই কামাল হোসেন জানান তার ভাইয়ের ২ মেয়ে ও এক ছেলে রয়েছে। আবদুল মান্নান পদুয়া বাজারের মসজিদ মার্কেটে রেকছিন, কার্পেট, জাল ও সুতার ব্যাবসায়ী। জরুরী প্রয়োজনে সিএনজি অটোরিকশা যোগে লোহাগাড়ায় আসার পথে দূর্ঘটনায় পতিত হয়েছে।

দূর্ঘটনায় গুরুতর আহতরা হলেন, উপজেলার পদুয়া ইউনিয়নের মাস্টার পাড়ার শাহ আলম (৬০) ও তাঁর স্ত্রী ফরিদা ইয়াসমিন (৫০)। আমিরাবাদ ইউনিয়নের মাস্টারহাট এলাকার মোহাম্মদ ইউনুস এর পুত্র মামুনুর রশীদ (৩৪)। আমিরাবাদ ইউনিয়নের মাস্টারহাট এলাকার সাহাব মিয়ার পুত্র রুবেল (৩০) এবং সিএনজি অটোরিকশা চালক পদুয়া ইউনিয়নের ধলিবিলা এলাকার দানু মিয়ার পুত্র কামাল।

মামনী হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আরিফুল হক দৈনিক আজাদীকে বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ৬ জনকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়, তাঁদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে, বাকি ৫ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত দোহাজারী হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক এসআই জয়নাল আবেদীন দৈনিক আজাদীকে বলেন, ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে, চালক পালিয়ে গেছে। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে ২ ভুয়া চিকিৎসককে এক মাসের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধটিম আবুধাবীকে উড়িয়ে দিয়ে তৃতীয় জয় বাংলা টাইগার্সের