লোহাগাড়ায় টর্নেডোর আঘাতে ৪ বসতঘর বিধ্বস্ত

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ২ আগস্ট, ২০২৪ at ৯:৪৫ অপরাহ্ণ

লোহাগাড়ায় টর্নেডোর আঘাতে ৪ বসতঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় বেশ কিছু গাছ উপড়ে যায়। বৈদ্যুতিক খুঁটি ভেঙে যাওয়ায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। শুক্রবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সদর ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের সাতঘড়িয়া পাড়ায় এই ঘটনা ঘটে। যা উপজেলা সদর বটতলী স্টেশন পর্যন্ত বিস্তৃত ছিল। ক্ষতিগ্রস্তরা হলেন, ওই এলাকার নবী হোসেন, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন ও ইউসুফ চৌকিদার।

জানা যায়, টানা তিনদিন যাবত ভারি ও মাঝারি আকারে বৃষ্টিপাত হচ্ছে। বিকেলে হঠাৎ সদর ইউনিয়নের সাতঘড়িয়া পাড়া থেকে প্রচণ্ড বেগে একটি টর্নেডো সৃষ্টি হয়। যার স্থায়িত্ব ছিল প্রায় ২ মিনিট।

টর্নেডোর আঘাতে গাছ পড়ে ৪টি বসতঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়া বাতাসে উড়ে গেছে কয়েকটি বসতঘরের টিনের ছাউনি। বৈদ্যুতিক তার ও খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। তবে উপজেলা সদর বটতলী স্টেশনে টর্নেডোর আঘাতে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।

স্থানীয় ইউপি সদস্য শাহ আলম লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃষ্টির মধ্যে সাতঘড়িয়া পাড়ার উপর হঠাৎ আকাশ ঘন মেঘাচ্ছন্ন হয়ে টর্নেডো সৃষ্টি হয়। ফলে তীব্র বাতাসে বসতঘর, গাছপালা ও বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসে এজিএম আবুল কালাম জানান, সাতঘড়িয়া পাড়ায় টর্নেডোর আঘাতে কয়েকটি বৈদ্যুতিক খুটি ভেঙে গেছে। এছাড়া বসতঘরের টিনের চাল বিদ্যুৎ লাইনে এসে আটকা পড়ে। যার কারণে উপজেলা সদর বটতলী স্টেশন ও সাতঘড়িয়া পাড়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।

দ্রুত ক্ষতিগ্রস্ত লাইন সংস্কার পূর্বক বিদ্যুৎ সংযোগ চালু করার কাজ চলছে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান জানান, টর্নেডোর আঘাতে সাতঘড়িয়া পাড়ায় ক্ষয়ক্ষতির বিষয়টি অবগত হয়েছি। স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ক্ষতিগ্রস্তরা আবেদন করলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে গ্রেফতার তিনজনকে এইচএস‌সি পরীক্ষার্থী বিবেচনায় জা‌মিন
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু