লোহাগাড়ায় জামায়াতের চার নেতাকর্মী গ্রেপ্তার

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ১৫ নভেম্বর, ২০২৩ at ৬:১৬ পূর্বাহ্ণ

লোহাগাড়ার পুটিবিলায় ‘গোপন বৈঠক চলাকালীন’ অভিযান চালিয়ে জামায়াতের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত ১০টার দিকে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পহরচান্দা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পুটিবিলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পহরচান্দা এলাকার মো. ইউনুছের পুত্র নুরুল আলম (২২), কলাউজান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম কলাউজান মেহেন্না বাপের পাড়ার বদরুল কবিরের পুত্র তারেক বিন কবির (৩৮), আমিরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাউজন্য পাড়ার মৃত শাহ আলমের পুত্র মো. মুহিবুল্লাহ (২৭) ও কঙবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল ইসলামের পুত্র জসিম উদ্দিন চৌধুরী (৪২)। লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, মঙ্গলবার (গতকাল) তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাহ
পরবর্তী নিবন্ধআগ্রাবাদে মাইক্রো চাপায় পথচারীর মৃত্যু