লোহাগাড়ার পুটিবিলায় ‘গোপন বৈঠক চলাকালীন’ অভিযান চালিয়ে জামায়াতের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত ১০টার দিকে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পহরচান্দা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পুটিবিলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পহরচান্দা এলাকার মো. ইউনুছের পুত্র নুরুল আলম (২২), কলাউজান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম কলাউজান মেহেন্না বাপের পাড়ার বদরুল কবিরের পুত্র তারেক বিন কবির (৩৮), আমিরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাউজন্য পাড়ার মৃত শাহ আলমের পুত্র মো. মুহিবুল্লাহ (২৭) ও কঙবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল ইসলামের পুত্র জসিম উদ্দিন চৌধুরী (৪২)। লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, মঙ্গলবার (গতকাল) তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।