লোহাগাড়ায় ছেলের দায়ের কোপে হাত কেটে গেল মায়ের

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৫ মে, ২০২৫ at ৪:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় আপন ছেলের দায়ের কোপে মোহছেনা বেগম (৬৮) নামের মায়ের হাতের তালু কেটে রক্তাক্ত হওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১৪ মে) বিকেলে আহত বৃদ্ধার নিজ গৃহে এই ঘটনা ঘটে। আহত মোহছেনা বেগম উপজেলার আধুনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রশিদার ঘোনা এলাকার আব্দুল মান্নানের বাড়ির মৃত আমীন শরীফের স্ত্রী ও ঘাতক পাষন্ড পুত্র আব্দুল করিমের মা।

এ ঘটনায় বৃদ্ধা মোহছেনা বেগম বাদী হয়ে তার দুই পুত্র ও পুত্রবধূসহ অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি বলেন, তাদের পৈতৃক ঘরভিঠার ভাগবাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে ভাইদের মাঝে ঝামেলা চলে আসছিল। এরই রেশ ধরে গতকাল বিকেলে আমার অন্য পুত্রদের চলাচলের পথ বন্ধ করে দেয়। আমি প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে আমার উপর আক্রমণ করে। বেধড়ক মারধরসহ এক পর্যায়ে আমার মাথা লক্ষ্য করে দায়ের কোপ দেয়। যেটি হাতে লেগে কেটে যায়। রক্তাক্ত অবস্থায় আমাকে ছোট ছেলে মামুন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা করে।

এই ঘটনায় লোহাহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ছেলের হাতে মা আহতের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে আইনগত বেবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধসিরিয়া থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে ট্রাক্টর উল্টে ৩ শ্রমিক নিহত