লোহাগাড়ার চরম্বায় কৃষকের ৮০ শতক জমিতে ফলানো সবজি ক্ষেত নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নোয়ারবিলা রাজঘাটা বড়চর নামক এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক জালাল আহমেদ (৪৫) একই এলাকার আমিন শরীফের পুত্র।
ক্ষতিগ্রস্ত কৃষক জালাল আহমেদ জানান, পূর্বশত্রুতার জের ধরে একদল দুর্বৃত্ত তার ৮০ শতক জমিতে রোপিত করলা গাছ কেটে নষ্ট করে দেয়। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। ইতোমধ্যে প্রায় সব গাছে ফুল এসেছে। কিছুদিন পরে ফলন পাওয়া যেতো। ফলনের পর ঠিকমতো বাজারজাত করতে পারলে খরচ বাদ দিয়ে প্রায় ২ লাখ টাকার বেশি লাভবান হতেন। এখন তিনি সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন।
এ ঘটনার ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান, বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও চট্টগ্রাম পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ করেছেন বলে জানান ভুক্তভোগী কৃষক।