লোহাগাড়া উপজেলার পশ্চিম কলাউজান নাথপাড়া সর্বজনীন লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব গতকাল শুক্রবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে স্বামী চিন্তাহারী সাধনপীঠ যোগাশ্রমের অধ্যক্ষ মহানন্দ পুরী মহারাজের পৌরহিত্যে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন আগ্রাবাদ রয়েল চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লায়ন ডা. নারায়ণ চন্দ্র দেবনাথ। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সংগঠক, রাজনীতিক সমীর মহাজন লিটন। প্রধান বক্তা ছিলেন কলাউজান ডা. এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কান্তি পাল। মন্দিরের উপদেষ্টা ও বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রণীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত ধর্মোৎসবে বিশেষ অতিথি ছিলেন বৈষ্ণবী মীরা দেবনাথ, বাগীশিক লোহাগাড়া উপজেলা সংসদের সভাপতি ডা. সুকুমার দেবনাথ, সাধারণ সম্পাদক সাংবাদিক খোকন সুশীল, সমাজসেবক রাজীব কান্তি সুশীল ও গীমাসের পৃষ্ঠপোষক টিটু মল্লিক। এতে ভারত থেকে আগত মেডিকেল শিক্ষার্থী নম্রতা দেবনাথ ও মিত্রা দেবনাথকে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা দেয়া হয়। স্বাগত বক্তব্য রাখেন সাগর সাধু ও সমাপনী বক্তব্য রাখেন শিক্ষক মিলন কান্তি দেবনাথ। গীতাপাঠ করেন শিল্পী শিমুল কান্তি দেবনাথ ও রতন কান্তি সুশীল। আরো বক্তব্য রাখেন অধর নাথ টিপু, শিক্ষক বলরাম দেবনাথ, প্রেমানন্দ দাশ, সুজন শীল, কৃষ্ণানন্দ নাথ, সুকান্ত দেবনাথ ও সংগঠক মিটু নাথ। প্রেস বিজ্ঞপ্তি।