লোহাগাড়ায় এক লাখ ঘনফুট বালি জব্দ

আজাদী অনলাইন | সোমবার , ১৩ নভেম্বর, ২০২৩ at ৪:৪২ অপরাহ্ণ

লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের পাঁচটি অবৈধ বালি মহালে অভিযান চালিয়ে এক লাখ তিন হাজার পাঁচশত ঘনফুট বালি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ নভেম্বর) উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল পরিচালিত ভ্রাম্যমাণ আদালত উপজেলার পুটিবিলা ইউনিয়নের এমচরহাট বাজারের পাশের দুইটি বালি মহালে ৩৩ হাজার ৫০০ ঘনফুট এবং চুনতি ইউনিয়নের পানত্রিশা এলাকার উত্তর পাড়ায় তিনটি বালি মহালে অভিযান পরিচালনা করে ৭০ হাজার ঘনফুটসহ সর্বমোট এক লাখ তিন হাজার পাঁচশত ঘনফুট বালি জব্দ করে।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল দৈনিক আজাদীকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় প্রায় এক লাখ তিন হাজার পাচঁশত ঘনফুট বালি জব্দ করা হয়েছে। জনস্বার্থে ও পরিবেশ সুরক্ষায় অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধনাশকতা : লোহাগাড়ায় বিএনপি-জামায়াতের ১৭ জনের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় লক্ষাধিক ঘনফুট বালু জব্দ