লোহাগাড়ায় উদ্ধারকৃত ৬ গরু মালিকের কাছে হস্তান্তর

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ১৬ মে, ২০২৫ at ৬:৪১ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় চোরের কাছ থেকে উদ্ধারকৃত ৬ গরু যাচাইবাচাই পূর্বক প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। গত বুধবার বিকেলে গরুগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান।

গরুর মালিকরা হলেন, বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাওলা পাড়ার মৃত মদন আলীর পুত্র আকতার হোসাইন ও একই এলাকার মৃত শাহ আলমের পুত্র হামিদুর রহমান (৩২)

গরুর মালিকরা জানান, চোরেরা তাদের গোয়াল ঘরের তালা কেটে গরুগুলো চুরি করে নিয়ে যাবার সময় লোহাগাড়া থানা পুলিশ উদ্ধার করে। পরে বাঁশখালী থানার মাধ্যমে বিষয়টি জানতে পারি। আইনি প্রক্রিয়া শেষে গরুগুলো নিজেদের বাড়িতে নিয়ে যেতে পেরে আনন্দিত। এজন্য লোহাগাড়া থানা পুলিশের প্রতি কৃতজ্ঞ।

পুলিশ জানায়, গত ৬ মে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছিলেন একদল পুলিশ। ভোররাত সাড়ে ৩টার দিকে খবর আসে একদল চোর গরু চুরি করে পিকআপ যোগে চকরিয়া থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছে। ভোররাত ৪টার দিকে একটি পিকআপ গাড়ি চেকপোস্ট এলাকায় পৌঁছালে থামানোর সংকেত দেয়া হয়। চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি না থামিয়ে বেপরোয়া গতিতে চলে যেতে থাকে। তখন পুলিশও পেছনে ধাওয়া করে। এক পর্যায়ে পিকআপের পেছনে থাকা চোরেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পরে দোহাজারী হাইওয়ে থানা পুলিশের সহায়তায় রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে চোরেরা মহাসড়কে চন্দনাইশের কাঞ্চনাবাদ ইউনিয়নের বাদামতল বহুমুখী উচ্চ বিদ্যালয় এলাকায় গাড়ি রেখে গুলি ছুঁড়ে পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় স্থানীয়দের সহায়তায় আব্দুস সবুর ও মহি উদ্দিনকে গ্রেপ্তার করতে সক্ষম হন। পরে তাদের দেহ তল্লাশি করে ১টি দেশীয় তৈরি এলজি, ৪ রাউন্ড কার্তুজসহ গরু চুরির কাজে ব্যবহৃত পিকআপ গাড়ি ও চুরি করা বাচুরসহ ৬টি বিভিন্ন প্রজাতির গরু জব্দ করা হয়।

লোহাগাড়া ওসি আরিফুর রহমান জানান, চোরের কাছ থেকে উদ্ধারকৃত গরুগুলো যত্নসহকারে থানা হেফাজতে রাখা হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে গরুগুলো প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। চুরিডাকাতি প্রতিরোধ ও এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধচুয়েট স্কুল অ্যান্ড কলেজে আহরণ শিক্ষক সভা
পরবর্তী নিবন্ধমৌলভীবাজার সীমান্ত দিয়ে ১৪ জনকে ঠেলে দিল বিএসএফ, বিজিবির হাতে আটক