লোহাগাড়ায় বিস্ফোরণ মামলায় ইউপি সদস্যসহ বিএনপি–জামায়াতের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আজিজুল হক (৫০), আধুনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রুস্তমের পাড়ার বাবুল মিয়ার পুত্র মো. ফয়সাল (২৫) ও চুনতি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বনপুকুর এলাকার মৃত আবুল হাসানের পুত্র মো. পারভেজ (৩০)। জানা যায়, গত ২২ জুলাই লোহাগাড়া সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লিচু মিয়াজির ঘাটা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম আসিফুর রহমান চৌধুরী বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিনসহ ১৯ জনকে এজাহারনামীয় ও ১৫০–১৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলায় মো. পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া গত ৫ অক্টোবর উপজেলার পদুয়া ইউনিয়নের ঠাকুরদিঘী বাজারে চট্টগ্রাম–কঙবাজার মহাসড়কের উপর জামাত–শিবিরের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। এই ঘটনায় একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর পদুয়া ঘোনার পাড়া এলাকার আব্দুল করিমের পুত্র মো. মামুনুর রশীদ (২১) থানায় মামলা করেন। মামলায় উপজেলা জামায়াতের আমীর মো. আসাদুল্লাহসহ ৬ জনকে এজাহারনামীয় ও ৮০–৯০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। উক্ত মামলায় আজিজুল হক ও মো. ফয়সালকে গ্রেপ্তার করা হয়েছে। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, বিশেষ অভিযান চালিয়ে বিস্ফোরণ মামলায় তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (গতকাল) তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।