লোহাগাড়ায় আগুনে পুড়েছে ৬ বসতঘর

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ২০ নভেম্বর, ২০২৩ at ১০:২৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ার বড়হাতিয়ায় গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ে গেছে ৬ পরিবারের বসতঘর। গত শনিবার রাতে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম মালপুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন ওই এলাকার আলী আহমদ, ফাতেমা খাতুন, ফরিদা ইয়াছমিন, গোলশান আক্তার, মোহাম্মদ বেলাল ও যগুনা খাতুন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তের মধ্যে আগুন আশপাশের মাটির দেওয়াল ও টিনের ছাউনি বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ততক্ষণে বসতঘরের মালামালসহ অনেকাংশ পুড়ে গেছে।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া জানান, খবর পেয়ে গতকাল রোববার তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত সকলে দুস্থ পরিবার। ক্ষতিগ্রস্ত পরিবারদের সরকারি সহযোগিতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা রুবেল আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত।

পূর্ববর্তী নিবন্ধরাজাখালী থেকে ৬ জুয়াড়ি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধমহেশখালীতে রোটারি ক্লাব চিটাগং পোর্ট সিটির খাদ্যসামগ্রী বিতরণ