লোহাগাড়ায় আগুনে পুড়ে ছাই তিন সহোদরসহ ৪ পরিবারের বসতঘর। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আধুনগর ইউনিয়নের দক্ষিণ হরিণা মনছুর আলী সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন– একই এলাকার মফিজুর রহমানের পুত্র সিরাজুল ইসলাম, মোহাম্মদ রাসেল, ফয়জুল আজাদ ও আজিজুর রহমানের পুত্র আনোয়ার হোসেন। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে সূত্রপাত। মুহুর্তের মধ্যে আগুন মাটি ও বাঁশের বেড়ার দেওয়াল এবং টিনের ছাউনিযুক্ত বসতঘরে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ততক্ষণে বসতঘরে থাকা মোটরসাইকেল, ফ্রিজ, নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. রুবেল আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এছাড়া উদ্ধার করা হয়েছে কিছু নগদ টাকা ও স্বর্ণালঙ্কার।