লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন

বালু পরিবহনের জন্য টিলা কেটে রাস্তা তৈরি

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ২ এপ্রিল, ২০২৪ at ১০:১৪ পূর্বাহ্ণ

লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়ন পরিষদের এক সদস্যের নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ইউপি সদস্য মো. ইকবালের নেতৃত্বে সরই খালের পাড় ঘেঁষা এলাকা থেকে স্যালো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে ওই এলাকায় গভীর গর্ত সৃষ্টি হয়েছে। নষ্ট হয়ে যাচ্ছে প্রাকৃতিক পরিবেশ। বালু উত্তোলনকারীরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। তবে বালু উত্তোলনের কারণে মেম্বার নিজে লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয়রা। এছাড়া সমপ্রতি অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহণের জন্য টিলা কেটে তৈরি করা হয়েছে রাস্তা। বালু পরিবহণের ফলে নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক। বার বার অভিযান পরিচালনা করেও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, একপাশে রয়েছে উপজেলা প্রশাসন কর্তৃক জব্দের পর নিলামকৃত বালুর স্তুপ। আর অন্যপাশে স্যালু মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে স্তুপ করা হচ্ছে। বালু উত্তোলনের স্থানটি গভীর খাদে পরিণত হয়েছে। উত্তোলিত বালু পরিবহণের জন্য টিলা কেটে তৈরি করা হয়েছে রাস্তা। বালুবাহী গাড়ি চলাচলের কারণে রাস্তার অবস্থা খুবই নাজুক অবস্থায় দেখা গেছে। বালু উত্তোলনের অনুমতি নেয়া হয়েছে কিনা মোবাইল ফোনে জানতে চাইলে ইউপি সদস্য মো. ইকবাল জানান, বালু উত্তোলনের কোনো অনুমতি নেয়া হয়নি। রাগান্বিত কণ্ঠে আরো বলেন, তো এখন কি করতে হবে। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও টিলা কেটে রাস্তা করার ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ১৭২ বোতল বিদেশি মদ উদ্ধার, যুবক আটক
পরবর্তী নিবন্ধভাড়ার কথা বলে পিকআপ চালককে ডেকে নিয়ে ছিনতাই