লোহাগাড়ায় অবৈধ বালুবাহী ট্রাক আটক

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ২২ জানুয়ারি, ২০২৫ at ৬:৩০ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় পরিবহণের সময় অবৈধ বালুবাহী একটি ট্রাক আটক করেছেন স্থানীয়রা। পরে তা উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পুটিবিলা এম চর হাট এলাকা থেকে বালুবাহী ট্রাকটি আটক করা হয়।

জানা যায়, পার্বত্য লামা উপজেলা থেকে নিলাম ছাড়া অবৈধ বালু ট্রাকযোগে পাচার করছিল একটি কুচক্রি মহল। এই সময় স্থানীয়রা বালুর বৈধতার কাগজপত্র দেখতে চান। কিন্তু বালু পরিবহনের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। ফলে স্থানীয়রা অবৈধ বালুবাহী ট্রাকটি আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করেছেন।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান জানান, স্থানীয়রা বালুবাহী একটি ট্রাক আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করেছেন। এই ব্যাপারে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধআবেদনের সময় বাড়ল ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত
পরবর্তী নিবন্ধতথ্য কমিশনারের পদ থেকে সরানো হলোমাসুদা ভাট্টিকে