লোহাগাড়ার চরম্বায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৪ জুলাই) ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দিঘীর কোণ এলাকায় জামছড়ি খাল ও ৭ নম্বর ওয়ার্ডের উলবনিয়া খাল এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।
অভিযানে সাথে ছিলেন থানার এসআই মাহফুজুর রহমান, সহকারী ভূমি কর্মকর্তা শরফুদ্দিন খাঁন সাদি, ইউপি সদস্য সৈয়দ হোসেন ও ভূমি অফিসের কর্মচারীরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল জানান, অবৈধভাবে বালু উত্তোলনের খবরে চরম্বা ইউনিয়নের ২টি স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৩ হাজার ৭৩০ ঘনফুট বালু, ১টি স্যালু মেশিন ও ১টি ডাম্পট্রাক জব্দ করা হয়েছে।
জব্দকৃত ডাম্পট্রাক ও স্যালু মেশিন স্থানীয় ইউপি সদস্যদের জিম্মায় রাখা হয়েছে। পরিবেশ ভারসাম্য রক্ষার্থে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।