লোহাগাড়া ও রাউজানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

আজাদী ডেস্ক

| মঙ্গলবার , ১ অক্টোবর, ২০২৪ at ৪:৩৩ পূর্বাহ্ণ

লোহাগাড়া ও রাউজানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। গত রোববার ও গতকাল পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়।

লোহাগাড়া : লোহাগাড়া প্রতিনিধি জানান, উপজেলার পুটিবিলা ইউনিয়নে খালের পানিতে ডুবে ও বালতির পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নতুন পাড়া ও ৯ নম্বর ওয়ার্ডের সড়াইয়া নতুন পাড়ায় পৃথক এই ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্যরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হল নতুন পাড়ার প্রবাসী মোহাম্মদ ইসহাকের পুত্র মো. তানজিভ () ও সড়াইয়া নতুন পাড়ার আবদুল মান্নানের ২ বছর বয়সী মেয়ে।

নিহত তানজিভের পিতা মোহাম্মদ ইসহাক জানান, গত রোববার বিকেলে খেলাচ্ছলে শিশু তানজিভ খালে পড়ে যায়। খালের সেই জায়গায় গভীর খাদ হওয়ায় শিশুটি ডুবে মারা গেছে। সন্ধ্যায় ডলুখালের পানত্রিশা সড়কের উপর নির্মিত ব্রিজের সাথে আটকা পড়া অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। একইদিন রাতে জানাজা শেষে শিশুর মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। অপরদিকে ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. পেয়ারু জানান, গতকাল সোমবার সকাল ১০টার দিকে সড়াইয়া নতুন পাড়ায় আবদুল মান্নানের ২ বছর বয়সী কন্যা নিজ বসতঘরে বালতির পানিতে পড়ে যায়। পরিবারে লোকজন দেখতে পেয়ে দ্রুত শিশুটিকে বালতির পানি থেকে উদ্ধার করেন। ততক্ষণে তার মৃত্যু হয়। গতকাল জানাজা শেষে নিহত শিশুর মরদেহ দাফন করা হয়।

রাউজান : রাউজান প্রতিনিধি জানান, রাউজানের হলদিয়া ইউনিয়নে পুকুরে ডুবে মঈনুদ্দিন খসরু নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর ডুবে মারা যাওয়া শিশু হলদিয়া ইউনিয়নের কারিগর বাড়ির মাওলানা জিলহজ উদ্দীনের ছেলে। স্থানীয়রা জানিয়েছে দুপুরে শিশুটি ঘরের বাইরে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। এ সময় স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধচসিকের উপ-প্রধানকে পরিচ্ছন্ন বিভাগ থেকে অব্যাহতি