লোহাগাড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় দুই প্রার্থীর প্রতিনিধিকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২ জুন) রাতে অভিযান পরিচালনা করেন উপজেলার চুনতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পানত্রিশা এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল এবং আমিরাবাদ বটতলী স্টেশনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান।
নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয় জানান, পানত্রিশা এলাকায় কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত সভা ও রাত ৮টার পর মাইক ব্যবহার করায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর এক কর্মীকে ৫ হাজার টাকা ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় কলসী প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর এক কর্মীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাচনে সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার অনুরোধ করেন। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।