লোগো বদলাবে টুইটার, সব পাখিকে বিদায়ের কথা বললেন মাস্ক

| সোমবার , ২৪ জুলাই, ২০২৩ at ৬:৪২ পূর্বাহ্ণ

লোগো বদলে ফেলবে টুইটার। সামাজিক মাধ্যমটির মালিক ইলন মাস্ক টুইট করে দিয়েছেন ঘোষণা। রোববার পোস্ট করা টুইটে মাস্ক বলেন, এবং শীগগীরই আমরা টুইটার ব্র্যান্ডকে বিদায় জানাব, এবং পর্যায়ক্রমে সব পাখিকেই। রোববার বাংলাদেশ স্থানীয় সময় সকাল ১০টা ০৪ মিনিটে ওই টুইট পোস্ট করার দুই মিনিটের মধ্যেই তিনি ঘোষণা দেনগতকাল রাতের মধ্যেই যদি যথেষ্ট ভালো একটি এঙ লোগো পোস্ট করা সম্ভব হয়, কালকেই সেটা গোটা বিশ্বে লাইভ করবো। টুইটারের লোগো নিয়ে আলাপের শুরুতে মাস্ক একটি ছবি পোস্ট করেন যেটিতে দেখা যায় ডিজিটাল ডিসপ্লের ওপর একটি অ্যানিমেটেড ঢ অক্ষর। এ নিয়ে টুইটার স্পেসেসে একজন জিজ্ঞেস করেন, টুইটারের লোগো বদলে যাবে কি না। খবর বিডিনিউজের।

উত্তরে মাস্ক বলেন, হ্যাঁ। এর পরপরই তিনি যোগ করেন, এটি অনেক আগেই হওয়া দরকার ছিল। গত বছর অক্টোবরে ইলন মাস্কের মালিকানায় যাওয়ার পর নানা ঝড়ঝাপ্টার মধ্যে দিয়ে গিয়েছে টুইটার। এর অফিশিয়াল নাম টুইটার থেকে বদলে হয়েছে এক্স করপোরেশন, যেটি মাস্কের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। চীনা অ্যাপ উইচ্যাটের মতো একটি সুপার অ্যাপ বানানোর লক্ষ্য নিয়েছেন মাস্ক, যেটিকে তিনি বলছেনএঙ অ্যাপ।

এবিষয়ে টুইটারের কাছে থেকে আর কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে, টুইটারের লোগো নিয়ে সাইটটিতে বলা আছেএটি আমাদের সবচেয়ে পরিচিত সম্পদ আর সে কারণেই এর বিষয়ে আমরা এতো রক্ষণশীল। এর আগে, গত পয়লা জুলাই ব্যবহারকারীর দৈনিক টুইট পড়ার সংখ্যায় সীমা বেঁধে দেওয়ার ঘোষণা দেয় টুইটার। সে সিদ্ধান্ত নিয়ে ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।

মাস্কের ঘোষণার পর থেকে ব্যবহারকারীরা বিভিন্ন স্ক্রিনশট পোস্ট করেন। এতে দেখা যায়, টুইট দেখার লিমিট শেষ হয়ে যাওয়ার পর তারা কোনো টুইট দেখতে পারছেন না। বলা হচ্ছে, টুইটারের বিভিন্ন সিদ্ধান্ত প্রতিদ্বন্দ্বী অ্যাপ থ্রেডসের প্রাথমিক সাফল্যে সরাসরি ভূমিকা রেখেছে। চালু হওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় অ্যাপটি ১০ কোটি ব্যবহারকারীর মাইলফলক পেরোয়।

পূর্ববর্তী নিবন্ধগ্রিসের দাবানল : বাড়িঘর-হোটেল ছেড়েছে হাজার হাজার মানুষ
পরবর্তী নিবন্ধএকতরফা নির্বাচনে ভোট দিচ্ছে কম্বোডিয়া