লোকালয়ে মুরগির ফার্ম, উৎকট গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

সরানোর দাবিতে মানববন্ধন

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ২৬ অক্টোবর, ২০২৪ at ৬:৪২ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় লোকালয়ের ভেতর গড়ে তোলা মুরগির ফার্মের উৎকট গন্ধে দুর্বিষহ হয়ে ওঠেছে জনজীবন। এই পরিস্থিতিতে স্বাভাবিক শ্বাসও নিতে পারছেন না এলাকাবাসী। দীর্ঘ চার বছর ধরে এই পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের দিয়ারচর সংলগ্ন মধ্যম চর পাড়ার হাজারো বাসিন্দা।

স্থানীয়দের অভিযোগ, প্রভাব খাটিয়ে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি কর্তৃক প্রায় চার বছর আগে গড়ে তোলে এই মুরগীর ফার্ম। অচিরেই এই মুরগীর ফার্মের কার্যক্রম বন্ধ করাসহ সেই ফার্ম অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের প্রতি আহবান জানিয়েছেন এলাকাবাসী।

এদিকে উৎকট গন্ধে বিষিয়ে ওঠা পরিবেশ স্বাভাবিক করতে স্থানীয় শত শত মুসল্লী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। গতকাল শুক্রবার জুমার নামাজের পর পরই মধ্যম চরপাড়া স্টেশনে এই কর্মসূচি পালন করেন স্থানীয়রা।

এতে বক্তব্য দেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ নুরুল ইসলাম, স্থানীয় আজিজুল হক বাদশা, চকরিয়া কোরক বিদ্যাপীঠের অফিস সহকারী আবুল মনসুর, কামাল হোছাইনসহ অনেকে।

তবে মুরগীর ফার্মের মালিক আবু তাহের রহমানী দাবি করেছেন, মুরগীর ফার্মটি তিনি নিজের জায়গায় স্থাপন করেছেন। এমনকি ফার্মের কোনো দুর্গন্ধ যাতে না ছড়ায় সেজন্য কারিগরি পদ্ধতি অবলম্বন করা হয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে মুরগীর বিষ্টা নির্দিষ্ট জায়গায় রেখে বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা হয়েছে। সেই প্লান্টের গ্যাস দিয়ে নিজেসহ পাড়ার অনেক পরিবার গ্যাসের চাহিদা মেটাচ্ছেন। এতে পরিবেশের কোন ক্ষতি হচ্ছে না।

ফার্মের মালিক বলেন, আমাদের পাড়ার মাঝখান দিয়ে পোড়া মাতামুহুরীর শাখা ছড়াখাল বহমান। আর সেই ছড়াখালে সরাসরি বড় বড় পাইপ দিয়ে সংযোগ স্থাপন করা হয়েছে প্রতিটি বসতবাড়ির ল্যাট্রিনের। এতে সরাসরি মানুষের বিষ্টা গিয়ে পড়ছে সেই ছড়া খালে। আর সেই মানুষের বিষ্টা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। আমার ফার্ম থেকে কোন দুর্গন্ধ ছড়াচ্ছে না।

পূর্ববর্তী নিবন্ধসন্ত্রাস ও নৈরাজ্য ঠেকাতে সবসময় মাঠে থাকবে বিএনপি