লোকমান হাকিমের সৃষ্টিকর্ম সমাজে আলো ছড়াবে

স্মরণসভায় হুইপ

পটিয়া প্রতিনিধি | শনিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৫৯ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, জিরি ইউনিয়নের কৃতি সন্তান লোকমান হাকিম ছিলেন একজন অসাধারণ মানুষ। তিনি আজ নেই কিন্তু তার সৃষ্টিকর্ম আজীবন আলো ছড়াবে পটিয়ায়। তিনি স্কুলসহ যেসব প্রতিষ্ঠান সৃষ্টি করে গেছেন সেসব প্রতিষ্ঠান আজীবন সমাজকে আলোকিত করতে থাকবে। গতকাল শুক্রবার জিরি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আজিমুল হকের সভাপতিত্বে ও আমিনুল ইসলাম টিপু এবং মোহাম্মদ শাহজাহান বাহাদুরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকম সামশুজ্জমান চৌধুরী, প্রদীপ দাশ, দেবব্রত দাশ, অধ্যাপক হারুনুর রশিদ, মাজেদা বেগম শিরু, আবদুল্লা আল হারুন, মুহাম্মদ সামশুল আলম, এম এ সালাম, সামশুল আলম সওদাগর, মোহাম্মদ ফরিদুল আলম, এম এ হাকিম, নজরুল ইসলাম, ফেরদৌস ওয়াহিদ বাপ্পী ও তারেক ফেরদৌস নাঈম। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, সৈয়দ ফরিদ আহমদ, পেয়ার মোহাম্মদ পেয়ারু, ইব্রাহিম বুলু, দীপক নাথ, সামাদ সওদাগর, গোলাম সোচবাহন, আজিজুল হক, আবদুর রাজ্জাক, আবদুল মান্নান, সিরাজুল ইসলাম তালুকদার, ইউনুচ সিকদার, মাস্টার লিটন নাথ, শাহ আজিজ, মহিউদ্দিন, মোহাম্মদ ফেরদৌস, নাজমুল সাকের সিদ্দিকী, শওকত হোসেন, জানে আলম ও মোহাম্মদ সেলিম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধএমঅ্যান্ডএমএর ফ্যাশন অ্যান্ড লাইফ স্টাইল এক্সপোতে ব্যাপক সাড়া
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী সবসময় প্রবাসীদের প্রতি আন্তরিক : সুজন