ঢাকায় ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার বাঁশখালীর গন্ডামারা ইউনিয়ন পরিষদের বহিষ্কৃত চেয়ারম্যান ও আলোচিত বিএনপি নেতা লেয়াকত আলীর বাড়িতে বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করা হয়। লেয়াকত আলীকে সাথে নিয়ে বাঁশখালী থানা পুলিশের বিশেষ এ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পরে গতকাল শুক্রবার দুপুরে বাঁশখালী থানায় অস্ত্র উদ্ধার সংক্রান্তে প্রেস ব্রিফিং করে পুলিশ। এ সময় সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) সোহানুর রহমান সোহাগ, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফায়েল আহমেদ, পুলিশ পরিদর্শক তদন্ত শুধাংশু শেখর হাওলাদার সহ থানা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকা ডিবি পুলিশ লেয়াকত আলীকে গ্রেপ্তার করে। এ সময় গন্ডামারার পশ্চিম বড়ঘোনা এলাকার ছৈয়দ আহমদের পুত্র নাছির উদ্দিনকেও (৩৪) আটক করে পুলিশ। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে বাঁশখালী থানায় নিয়ে আসা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে লেয়াকত আলী তার নিজ বসতঘরে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ লুকিয়ে রাখার কথা জানান। এরই প্রেক্ষিতে তাকে নিয়ে বৃহস্পতিবার রাতেই তার বাড়ি তল্লাশি করে ৫টি দেশীয় তৈরি এলজি, ২টি বিদেশী পিস্তল, বিভিন্ন সাইজের ৭২ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি, ২৬টি কাতুর্জ, ২টি দেশীয় তৈরি কাটা একনলা বন্দুক, ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ৫টি চাইনিজ কুড়াল, ১টি বড় কিরিচ, ৬ টি কাঠের বাটযুক্ত ধারালো রাম দা, ৪০টি বিভিন্ন সাইজের লাঠি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে এসআই নুর এ হাবিব ফয়সাল বাদী হয়ে গতকাল একটি মামলা দায়ের করেন। এছাড়া তার বিরুদ্ধে ২১টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানায় পুলিশ। গতকালই তাকে আদালতে প্রেরণ করা হয় বলে জানায় পুলিশ।