মোটরসাইকেল নিয়ে লেভেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় জফির উদ্দিন (৫১) নামে এক গার্মেন্টস কর্মকর্তা নিহত হয়েছেন। গত শনিবার রাত ১০টার দিকে চট্টগ্রামের রৌফবাদ এলাকার লেভেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। নিহত জফির উদ্দিন আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের মোহাম্মদ আবদুল হক সওদাগরের পুত্র। তিনি নগরীর বায়েজিদ এলাকায় একটি পোশাক কারখানার সিনিয়র ব্যবস্থাপক বলে জানা গেছে।
জানা যায়, জফির উদ্দীন শনিবার রাতে কর্মস্থল থেকে জরুরি প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে বাসায় যাচ্ছিলেন। রৌফবাদ লেভেলক্রসিং পৌঁছে সিগন্যাল দেখলেও ট্রেন আসতে দেরি হবে ভেবে মোটরসাইকেল নিয়ে পার হতে গেলে হঠাৎ রেললাইনের ওপর গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ঠিক তখনই চলে আসা ট্রেনের ধাক্কায় লাইন থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন জফির। ঘটনার পর পথচারীরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা, মা, ভাই–বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। গতকাল যোহরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।












