লেভেল প্লেয়িং ফিল্ড না থাকলে অভিযোগ করতে পারছে কীভাবে?

প্রশ্ন ইসি সচিবের

| মঙ্গলবার , ২৭ জানুয়ারি, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচার শুরুর পাঁচ দিনে দেশের বিভিন্ন স্থানে গোলযোগ, অভিযোগপাল্টা অভিযোগ থাকলেও ‘সবার জন্য সমান সুযোগ’ আছে বলেই দাবি করছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। ইতোমধ্যে আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও তা ‘দৃশ্যমান হয়নি’ মন্তব্য করে কোনো বিষয়ে অভিযোগ থাকলে নির্বাচনি অনুসন্ধান ও তদন্ত কমিটিকে জানানোর পরামর্শ দিয়েছেন তিনি।

গতকাল সোমবার নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, অবশ্যই আছে লেভেল প্লেয়িং ফিল্ড। আছে বলেই তো অভিযোগ করতে পারছেন, যদি না থাকত এটা কি হত? অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে না এসে নির্বাচনী অনুসন্ধান কমিটিতে যাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটির কাছে আপনারা জানান, জানিয়ে আমাদেরকে কপি দেন। আই উইল ফলো ইট। কিন্তু আমাকে যদি বলেন যে ‘আপনি ঘুরে ঘুরে গিয়ে দেখেন’তাহলে এটা আমার প্রতি অবিচার করা হবে। খবর বিডিনিউজের।

ইতোমধ্যে ঢাকা১১, ঢাকা১৩ আসনে পোস্টার নজরে আসায় সেগুলো সরিয়ে নিতে ব্যবস্থা নেওয়ার কথা বলেন ইসি সচিব। তিনি বলেন, আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা কি কোনো কাজ করছি না? আসলে এটা দৃশ্যমান হয় না। কিন্তু যদি স্থানীয়ভাবে যেমন দুইটা ঘটনা বলি। বিভিন্ন জায়গায় যে সমস্ত আচরণ বিধি ভঙ্গ হচ্ছে, আমি আবারো সবিনয়ে বলছি যে, আপনারা আপনার ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি ও রিটার্নিং অফিসার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে, তাদের কাছে বলেনআমাদেরকে কপিতে রাখেন আমরা এটাকে ফলো করতে পারি।

ভোটের ফলাফলে কত বিলম্ব হবে : ইসি সচিব বলেন, সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে রোববার কূটনীতিকদের ব্রিফ করেছে কমিশন। নির্বাচনি ব্যবস্থা এবং ১২ ফেব্রুয়ারির নির্বাচন সম্পর্কে তাদের অবহিত করা হয়েছে। রাষ্ট্রদূত ও মিশন প্রধান মিলিয়ে ৪১ জন কূটনীতিক সেখানে ছিলেন। সরকারি কর্মকর্তা এবং প্রধান উপদেষ্টার দপ্তরের প্রতিনিধিরাও ছিলেন। নির্বাচন কমিশনের তরফে অগ্রগতির তথ্য যেমন তুলে ধরা হয়েছে, তেমনি কূটনীতিকরাও বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছেন।

আখতার আহমেদ বলেন, উনারা মূলত যে বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছিলেন, প্রথাগতভাবে আমরা কী কাজ করছি এটাকে আমরা ব্রিফ করি। কিন্তু উনাদের কৌতুহল ছিল মূলত সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট এবং কমান্ড স্ট্রাকচার। ভোটের ফল দিতে কতক্ষণ লাগবে। সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে স্পেসিফিক্যালি জানানো হয়েছে; পুলিশ বাহিনী, সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী এবং র‌্যাব আনসার এর সংখ্যাগত হিসাবগুলো এবং কতজন কে থাকবেন এগুলো সম্পর্কে বলা হয়েছে। এবার ভোটকেন্দ্রে ২৫৩০ হাজার বডিওর্ন ক্যামেরা থাকবে পুলিশের।

পূর্ববর্তী নিবন্ধশুধু ভোট দিলেই চলবে না, ভোটের হিসাব বুঝে নিতে হবে : তারেক রহমান
পরবর্তী নিবন্ধরোগীদের আস্থার অনন্য প্রতিষ্ঠান চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতাল