লেখক কলামিস্ট মনসুর নাদিমের দুটি গ্রন্থ ‘মনামের বৈঠক খানা’ ও ‘দুবাই ওয়ালার হাজার রজনী’–এর প্রকাশনা অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, লেখালেখির জন্য অভিজ্ঞতা সঞ্চয় দরকার। লেখক মনসুর নাদিম দেশ–বিদেশ ঘুরে সেখান থেকে বহু অভিজ্ঞতা সংগ্রহ করেছেন। তাঁর লেখায় রসবোধ আছে, আছে বাস্তবচিত্র তুলে ধরার ক্ষমতা। তিনি বলেন, লেখাগুলোর বিষয়বস্তু হিসেবে আছে মানবিকতা, দেশপ্রেম, মুক্তিযুদ্ধ, নৈতিক শিক্ষা, সৃজনশীলতা, বাঙালির স্বভাববৈচিত্র্য।
ড. ইফতেখার উদ্দিন চৌধুরী গত ১৮ আগস্ট চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। সাহিত্যিক ও সাংবাদিক রাশেদ রউফের সভাপতিত্বে আলোচক ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন উপকমিটির সদস্য ও শিকড় ফাউন্ডেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান, সুপ্রভাত বাংলাদেশের সাংবাদিক স ম ইব্রাহিম, দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক অধ্যক্ষ আবু তালেব বেলাল। নিজামপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কাঞ্চনা চক্রবর্তীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্কৃতি সংগঠক লেখক মুহাম্মদ মহসীন চৌধুরী, ছড়াকার আ. ফ. ম. মোদাচ্ছের আলী, প্রাবন্ধিক সংগঠক গৌতম কানুনগো, অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া, কবি–গীতিকার জসিম উদ্দিন খান, কবি হেলাল চৌধুরী প্রমুখ। লেখক কলামিস্ট মনসুর নাদিম–এর জীবনী পাঠ করে শোনান আবৃত্তিশিল্পী যেবা সামিহা। বক্তারা লেখক কলামিস্ট মনসুর নাদিমের লেখক সত্তাকে অভিনন্দিত করে তাঁর বই দুটির ব্যাপক প্রচার কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।











