অ্যাডভোকেট আবদুর সবুর কিশোরবেলা সাহিত্য পুরস্কার প্রদান ও ‘কিশোরবেলা’র ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বর্তমান যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আজকাল সবাই লেখালেখি সবাই করতে পারেন। কিন্তু লেখক হয়ে ওঠার প্রক্রিয়াটা সহজ নয়। এর জন্য প্রয়োজন হয় দীর্ঘমেয়াদি সাধনা ও অধ্যবসায়। আর অবধারিতভাবে দরকার হয় বিশাল পাঠ সম্ভার। যার পড়াশোনা যত বেশি তার লেখার গভীরতাও তত বেশি। জীবনকে গভীরভাবে দেখার এবং সেই জীবনবোধ প্রকাশ করার সৌন্দর্য তাঁর লেখায় উঠে আসে।
গত ২৬ ডিসেম্বর চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ। আলোচক ছিলেন সমাজব্যক্তিত্ব এ এইচ এম কফিল উদ্দিন, মহিলা কলেজ চট্টগ্রামের সাবেক অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া, শিশুসাহিত্যিক অরুণ শীল, কথাসাহিত্যিক বিচিত্রা সেন, কিশোরবেলা সম্পাদক অমিত বড়ুয়া। অনুষ্ঠানে কথাসাহিত্যিক দীপক বড়ুয়া এবং নাসের রহমানকে পুরস্কার প্রদান করা হয়। আবৃত্তিশিল্পী দিলরুবা খানমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন এনামুল হক আজাদ, শুভেচ্ছা বক্তব্য দেন শিশুসাহিত্যিক শিবু কান্তি দাশ, কবি আবুল কালাম বেলাল, অধ্যাপক সুপ্রতিম বড়ুয়া, কবি ইসমাইল জসীম, কথাসাহিত্যিক রহমান রনি প্রমুখ। এতে ‘কিশোরবেলা’র ৫ম বর্ষপূর্তি সংখ্যার পাঠ উন্মোচন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্বরচিত লেখা পাঠ ও সংগীতে অংশ নেন কানিজ ফাতিমা, সুবর্ণা দাশ মুনমুন, বনানী শেখর রুদ্র, মিলন বনিক, লিটন কুমার চৌধুরী, বিকাশ বড়ুয়া, জায়তুননেসা জেবু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











