বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, বৃত্তি প্রদান কোন করুণা নয়, এটা মেধার স্বীকৃতি। দেশের শিক্ষার মান দিন দিন উন্নত হচ্ছে। মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে শিক্ষা বৃত্তি প্রদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উন্নত জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। তিনি বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পরামর্শ দেন। জেলা পরিষদের মত অন্যান্য সামাজিক সংগঠন ও ব্যক্তিকে শিক্ষাবৃত্তি প্রদানে এগিয়ে আসার আহবান জানান। তিনি গতকাল রোববার জেলা পরিষদের আওতায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা পরিষদের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের পরিচালক স্থানীয় সরকার মনোয়ারা বেগম। স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম। উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, পিএস টু বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন, সহকারী প্রকৌশলী মুহাম্মদ তরিকুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী রথীন্দ্র নাথ সেন, এস এম খালেকুজ্জামান, মো. মোরশেদ আলম, প্রধান সহকারী মো. এজাজ, মোহাম্মদ ওয়াহিদুর রহমান,তাফহীম কবির চৌধুরী, মোহাম্মদ আনোয়ার পাশা, মোহাম্মদ ইসমাঈল, মুহাম্মদ রিয়াজুর রহমান চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।